আড়াই বছর পর ক্যারিবিয়দের ভারত জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৩ জুলাই ২০১৭ , ০২:০৯ পিএম


আড়াই বছর পর ক্যারিবিয়দের ভারত জয়

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে ১১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে আড়াই বছর পর টিম ইন্ডিয়ার বিপক্ষে জয় পেলো ক্যারিবিয়ানরা। সবশেষ ২০১৪ সালের ৮ অক্টোবর ভারত জয় করে তারা।  

বিজ্ঞাপন

রোববার অ্যান্টিগুয়ায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দারুণ সূচনা এনে দেন দু’ওপেনার এভিন লুইস ও কাইল হোপ। দলীয় স্কোর বোর্ডে ৫৭ রান তুলে পান্ডেয়ার শিকার হয়ে কাইল (৩৫) ফিরে গেলে এ জুটি ভাঙে।

এরপর শাই হোপকে নিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন লুইস। তবে এ যাত্রায় তিনি নিজেই থেমে যান। দলীয় ৮০ রানে কুলদীপের ছোবলে প্রাণ হারান লুইস (৩৫)। তার বিদায়ের পর রোস্টন চেজকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন শাই হোপ। এক পর্যায়ে ২ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এতে বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে ক্যারিবীয়রা। তবে দলীয় স্কোর বোর্ডে আর মাত্র ১ রান যোগ হতেই কুলদীপের বলে বোল্ড হয়ে চেজ (২৫) ফিরে গেলেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

বিজ্ঞাপন

এরপরই তাসের ঘরের মতো ভেঙে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রানের পুঁজি গড়তে সক্ষম হয় ক্যারিবিয়রা।

ভারতের হয়ে উমেশ যাদব ও হার্দিক পান্ডেয়া নেন ৩টি করে উইকেট। এছাড়া ২ উইকেট নেন কুলদীপ যাদব।

বিজ্ঞাপন

১৯০ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে জ্যাসন হোল্ডার ও আলজারি জোসেপের বোলিং তোপে পড়ে ভারত। দলীয় স্কোর বোর্ডে ১০ রান তুলতেই ফিরে যান শিখর ধাওয়ান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এর মধ্যে যা একটু লড়াইয়ের চেষ্টা করেছেন আজিঙ্কা রাহানে ও মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত ক্যারিবীয় বোলিং তাণ্ডবে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে যায় কোহলি বাহিনী।

দলের চরম বিপর্যয়ের মধ্যেও সংগ্রাম চালিয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আজিঙ্কা রাহানে ও এমএস ধোনি। রাহানে ৬০ ও ধোনি করেন ৫৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ রানে ৫ উইকেট নেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। ২ উইকেট দখল করেন আলজারি যোসেফ।

ভারতকে গুঁড়িয়ে দিয়ে ম্যাচসেরা হয়েছেন হোল্ডার।

এ জয়ে সিরিজে ব্যবধান কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে দু’দলের অবস্থান ২-১।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission