ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ , ০৫:০২ পিএম


loading/img
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রমও বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১৩ এপ্রিল (শনিবার) পর্যন্ত ঈদুল ফিতরের এবং ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল (সোমবার) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। ভারত হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, পানামা পোর্ট, হিলি সিএ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের ইতোমধ্যেই পত্র প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বৈধ  পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আমরা সকল কাগজপত্র যাচাই পূর্বক দুই দেশে যাতায়াতের জন্য অনুমতি দিয়ে থাকি। 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |