এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেল ১০ মন্ত্রণালয়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ০৭:৪৫ পিএম


এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেল ১০ মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ১ লাখ কোটি টাকা। একই সঙ্গে আগামী অর্থবছরের জন্য সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০টি মন্ত্রণালয়কে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগে। এই মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা।

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০ মন্ত্রণালয়-

১. স্থানীয় সরকার বিভাগ : প্রায় ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাা টাকা (মোট বরাদ্দের ১৫ দশমিক শূন্য শতাংশ)।

বিজ্ঞাপন

২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ : প্রায় ৩২ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকা (মোট বরাদ্দের ১২ দশিমক ৩৯ শতাংশ)।

বিজ্ঞাপন

৩. বিদ্যুৎ বিভাগ : প্রায় ২৯ হাজার ১৭৬ কোটি ৭০ লাখ টাকা (মোট বরাদ্দের ১১ দশমিক ২৮ শতাংশ)।

৪. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় : প্রায় ১৬ হাজার ১৩৫ কোটি ৫২ লাখ টাকা (মোট বরাদ্দের ৬ দশিমক ২৪ শতাংশ)।

৫. স্বাস্থ্য সেবা বিভাগ : প্রায় ১৩ হাজার ৭৪১ কোটি ৩৩ লাখ টাকা (মোট বরাদ্দের ৫ দশমিক ৩১ শতাংশ)।

৬. রেলপথ মন্ত্রণালয় : প্রায় ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা (মোট বরাদ্দের ৫ দশিমক ৩১ শতাংশ)।

৭. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় : প্রায় ১২ হাজার ৮৮৬ কোটি ৭০ লাখ টাকা (মোট বরাদ্দের ৪ দশমিক ৯৮ শতাংশ)।

৮. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ : প্রায় ১১ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা (মোট বরাদ্দের ৪ দশমিক ৪০ শতাংশ)।

৯. নৌ-পরিবহন মন্ত্রণালয় : প্রায় ১০ হাজার ৩৭৩ কোটি ৪৫ লাখ টাকা (৪.০১ শতাংশ)।

১০. পানিসম্পদ মন্ত্রণালয় : প্রায় ৮ হাজার ৬৮৭ কোটি ৯ লাখ টাকা (মোট বরাদ্দের ৩ দশমিক ৩৬ শতাংশ)।

সবমিলিয়ে এই ১০টি মন্ত্রণালয়ে সর্বমোট বরাদ্দ প্রায় ১ লাখ ৮৬ হাজার ৯৬৫ কোটি ৪৩ লাখ টাকা বা মন্ত্রণালয়ভিত্তিক মোট বরাদ্দের প্রায় ৭১ দশমিক ৮৮ শতাংশ।

অপরদিকে এনইসি সভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রায় ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার এডিপিও আজ অনুমোদিত হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১১ হাজার ৬৯৮ কোটি ৯৬ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ১ হাজার ৫৮৯ কোটি ৯৫ লাখ টাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission