• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

এসিআই ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিবেন স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ২৩:৫৯
স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সরকারিভাবে নিষিদ্ধ ড্রাগ হেলোসিন ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৫ জুন) মহাখালীর বাজার রোডে ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, নিষিদ্ধ থাকার পরও এসিআই কোম্পানির এই ওষুধ কীভাবে উৎপাদন ও বাজারজাত করছে, এ ব্যাপারে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে দ্রুত। এই ওষুধের ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে জড়িতদের ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওষুধ বাজারজাত বন্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে তিনি ঢাকা পঙ্গু ও কিডনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল দুটিতে তিনি নানা সমস্যা দেখতে পান।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি হাসপাতালে বেশ কয়েকটি ডায়ালাইসিস মেশিন বিকল আছে, এতে রোগীদের সমস্যা হচ্ছে। এ ছাড়া পঙ্গু হাসপাতালেও অপারেশন থিয়েটার পর্যাপ্ত নেই। এ অবস্থায় ঈদের ছুটির পর দুটি হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
ফার্মেসিতে মিলল দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মটরস
৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধসহ ৪ কারবারি আটক