• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব পেল বাংলাদেশ  

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১
জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব পেল বাংলাদেশ  
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ জাম্বিয়া। এজন্য বাংলাদেশকে সেখানে একটি ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ। শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বৈঠকে উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।

এ সময় জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

এছাড়া জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও রাষ্ট্রদূত পার্সি পি চন্দর মধ্যে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা
এক ঘণ্টায় শেষ বাংলাদেশ ম্যাচের টিকিট, দাম বাড়ানোর সিদ্ধান্ত পিসিবির
কায়রো আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা সফর
প্রতি বছর দেশে ৫৩ জন ক্যানসার আক্রান্ত হয়: গবেষণা