বাংলাদেশে ভারতীয়দের চলাচলে সতর্কতা জারি
চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক-শিক্ষার্থীদের চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) হাইকমিশনের এক্সের (সাবেক টুইটার) পেজে এই সতর্কতা জারি করা হয়।
ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ভ্রমণ এড়াতে এবং তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে নিচের জরুরি নম্বরগুলোতে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বার্তায় যোগাযোগের জন্য বেশ কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ঢাকায় ভারতীয় হাইকমিশন +৮৮০১৯৩৭–৪০০৫৯১ (হোয়াটসঅ্যাপ আছে), চট্টগ্রামে সহকারী হাইকমিশন +৮৮০১৮১৪–৬৫৪৭৯৭ ও +৮৮০১৮১৪–৬৫৪৭৯৯, রাজশাহী +৮৮০১৭৮৮–১৪৮৬৯৬, সিলেট +৮৮০১৩১৩–০৭৬৪১১ ও খুলনা +৮৮০১৮১২–৮১৭৭৯৯।
মন্তব্য করুন