বিজ্ঞানের জগতে দেশের মুখ উজ্জ্বল করবে শিক্ষার্থীরা: ডা. জোবাইদা রহমান

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৯:৫১ পিএম


বিজ্ঞানের জগতে দেশের মুখ উজ্জ্বল করবে শিক্ষার্থীরা: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিজ্ঞানের জগতে নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে তরুণ প্রজন্ম ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) জেডআরএফ কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে শিশু-কিশোর তথা ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে ডা. জোবাইদা বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ আমরা দেখতে পারছি— ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে।

বিজ্ঞাপন

তাদের উদ্দেশে তিনি আরও বলেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস তোমরা তা পারবে। তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে স্বার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি।

শুক্রবার বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফ’র বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জোবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফ’র প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission