রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট সেবা চালু করা হবে: পলক

আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুলাই ২০২৪ , ০৫:০২ পিএম


রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট সেবা চালু করা হবে: পলক
ফাইল ছবি।

রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আমেদ পলক।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন, দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। আজ রাত থেকে বাসা-বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে।

বিজ্ঞাপন

এর আগে, রাতের মধ্যে বাসা-বাড়িতেও পুরোদমে ব্রডব্যান্ড সেবা চালুর আশ্বাস দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ চালু ছিল। এরপর রাজধানীর মহাখালীতে ডাটা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এ সেবা। একই ঘটনা ঘটে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ ইন্টারনেটকেন্দ্রিক সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission