ঢাকা

চসিকের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট|চট্টগ্রাম

রোববার, ০২ অক্টোবর ২০১৬ , ০৩:০০ পিএম


loading/img

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার সকালে অফিসে যাবার সময় তাকে গ্রেপ্তার করা হয়, জানান দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজিজ আহমেদ ভূঁইয়া।

গেলো ১৭ জুলাই খুলশি থানায় তার বিরুদ্ধে ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার তথ্য গোপনের অভিযোগে মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হামিদুল হাছান।

বিজ্ঞাপন

২০০৯ সালে সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এ বিষয়ে তাকে নোটিশ করা হয় । দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি।

দুর্নীতির দায়ে অভিযুক্ত এম সাইফুর রহমানকে গেলো ১ আগস্ট পদোন্নতি দিয়ে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয় চসিক। বর্তমানে তিনি চসিকের সিভিল প্রকৌশল বিভাগে কর্মরত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |