অভিভাবকহীন রাজধানীর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছে ছাত্রসমাজ
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অভিভাবকহীন হয়ে পড়ে রাজধানীসহ সারা দেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বহু শিক্ষার্থী, জনতা ও পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় দায়িত্ব পালন থেকে বিরত থাকছেন তারা।
এ অবস্থায় রাজধানীর ট্রাফিক সিগন্যালসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে ছাত্রসমাজ।
রাজধানীর সড়কে রাস্তায় বেড়েছে শিক্ষার্থীদের সংখ্যাও। ট্রাফিক নিয়ন্ত্রণে আর রাস্তা পরিষ্কারের কাজ করছেন তারা।
রাজধানীর গণভবনের সামনে ও সায়েন্সল্যাব থেকে কল্যাণপুর পর্যন্ত পুরো মিরপুর রোড, ধানমন্ডি ২৭ ও সাতমসজিদ রোড, আগারগাঁও থেকে খামারবাড়ি পর্যন্ত ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি রাস্তায় শিক্ষার্থীরা নেমেছেন ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করতে।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্বপালন করছেন। পাশাপাশি এসব এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শত শত শিক্ষার্থী।
উত্তরায় শরিনফুল শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘এ দেশ এবং এ শহর আমাদের। শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে আমাদেরকেই কাজ করতে হবে।’
শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন পথচারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছেন তারা।
মন্তব্য করুন