• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজের প্রতীক্ষায় পেন্টাগন

আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১০:৩৮
ফাইল ছবি

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজের প্রতীক্ষায় রয়েছেন তারা।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ‘অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের কাছে আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যেকোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। তবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখতে হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারের আগে আ.লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না: মান্না
এক ইঞ্চি মাটিও বিদেশি অপশক্তিকে দেওয়া হবে না: ড. মাসুদ
নিক্সন চৌধুরীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসক হিসেবে অবতীর্ণ হয়েছিল আ.লীগ: মঈন খান