• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুনর্বাসন সহায়তা পেতে আবেদন করার আহ্বান জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ১১টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৭ লাখের বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অগণিত পরিবারকে গৃহহীন করেছে এই বন্যা। পানিতে তলিয়ে যাওয়ায় অনেক জনগোষ্ঠী হারিয়েছে তাদের জীবিকা ও সম্পদ।

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য তিন ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এ বছর সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সেই টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বন্যার্তদের মাঝে প্রাথমিকভাবে শুকনো খাবার, এরপর ভারী খাবার এবং এরপর চাল বিতরণ-এই তিন ধাপে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে তারা। দুই ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। তৃতীয় ধাপে বন্যার্তদের ২৫ কেজি করে চাল বিতরণের কাজ চলমান রয়েছে।

এরপর দেওয়া হবে পুনর্বাসন সহায়তা। গৃহহীন পরিবারকে নগদ টাকা ও টিন দিয়ে এই সহায়তা দেওয়া হবে বলে জানা যায়। সহায়তা যেন উপযুক্ত মানুষের কাছে পৌঁছে সেই চেষ্টাও রয়েছে তাদের। ছোট ছোট নৌকাযোগে যেভাবে দুর্গত অঞ্চলে গিয়ে উপযুক্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়েছে, একই পুনর্বাসনের ক্ষেত্রেও আবেদন গ্রহণের পর বাছাই প্রক্রিয়া শেষে গৃহহীন ৫ হাজার মানুষকে পুনর্বাসন সহায়তা দেবে সংস্থাটি।

যারা আর্থিক সহায়তা করতে পারছেন না, তারা অন্তত গৃহহীন মানুষের নাম প্রস্তাবের মাধ্যমে সহায়তা করতে পারেন বলে আবেদন করার আহ্বান করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। অতএব, আপনার পরিচিতদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ থাকলে তার পক্ষ থেকে আবেদনটি করুন।

ক্ষতিগ্রস্তের নাম প্রস্তাব করতে এখানে ক্লিক করে লিংকটি পূরণ করুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
ফ্যাসিবাদ পুনর্বাসনের মিশনে নামলে পরিণতি ভালো হবে না: শিবির সেক্রেটারি
আ.লীগের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন: হাসনাত
গণঅভ্যুথানে প্রত্যেক শহীদ পরিবারের পুনর্বাসন এ সরকারের অঙ্গীকার: ড. ইউনূস