রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৪ দোকান
মধ্যরাতের আগুনে রাঙ্গামাটি শহরের তবলছড়িতে পুড়ল চার ব্যবসায়িক প্রতিষ্ঠান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাত তিনটায় তবলছড়ির কালী মন্দিরের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আগুনের খবর পেয়ে দেখি পুরো দোকানগুলো দাউ দাউ করে জ্বলছে। আমরা আগুন নেভাতে চেষ্টা করি। পরে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দোকান মালিক মিঠু দাশ জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। মধ্যরাতে লোকজন আমাকে খবর দিলে দোকানে এসে দেখি পুরো দোকান আগুনে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আনছার জানান, সাড়ে তিনটার দিকে আগুনের খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরটিভি/একে/এস
মন্তব্য করুন