• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ডিসিদের ২ নির্দেশনা

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৪
ডিসি
সংগৃহীত

মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) দুইটি নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) জারিকৃত পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।

পত্রে বলা হয়—পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার অলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।

নির্দেশনার মধ্যে রয়েছে—মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: জেলা প্রশাসক
৩৭ জনকে নিয়োগ দেবে পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়
৮ জেলায় নতুন জেলা প্রশাসক
মেঘনা থেকে ১৫ লাখ টাকার বালু লুট হচ্ছে প্রতিদিন, নীরব প্রশাসন