• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

যশোর সেনানিবাসে ‘সেনাবাহিনী প্রধান’ কুচকাওয়াজ অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৯:৪০

যশোর সেনানিবাসে সেনাবাহিনীর সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচ ২০২৪-এর ‌‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন ৫৫ পদাতিক ডিভিশন এর জিওসি এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। এসময় তিনি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানা। সেই সাথে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের অভিনন্দন জানান এবং কর্মজীবনে তাদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে নূর মোহাম্মদ শ্রেষ্ঠ রিক্রুট ২০২৪ হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও যশোর ও খুলনা অঞ্চলের সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রিক্রুটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারদায় এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত
আর্টিলারি রেজিমেন্ট ও মেডিকেল কোর রিক্রুট ব্যাচের ‘সেনাবাহিনী প্রধান’ কুচকাওয়াজ 
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত