সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ বিদেশি কূটনীতিকদের স্পষ্ট করল সরকার

আরটিভি নিউজ

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ০৫:০৭ পিএম


সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ বিদেশি কূটনীতিকদের স্পষ্ট করল সরকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে বিশ্বের সামনে তা স্পষ্ট করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ঢাকায় বিভিন্ন মিশ‌নে দা‌য়িত্বরত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে।  

বিজ্ঞাপন

৫ আগস্টের আগে ও পরের সরকারের মধ্যে পার্থক্য আছে। এজন্য সম্পর্ক স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি। উভয় দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে জানান তৌহিদ হোসেন।

কয়েকটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা উস্কানিমূলক বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে একটি বৈশ্বিক প্রচারণা চলছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা। 

এ সময় উপদেষ্টা জানান, দেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দৃঢ় প্রতীজ্ঞ অন্তর্বর্তী সরকার। এখানে কোনো সাম্প্রদায়িকতার সুযোগ নেই। দু-একটি ঘটনা ঘটেছে, যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় এনেছে সরকার।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission