• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শাকিল-ফারজানা দম্পতির জামিন চেম্বারে স্থগিত

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮
শাকিল-ফারজানা
সংগৃহীত ছবি

গার্মেন্টস কর্মী রুবেল হত্যা ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন মামলাটি।

বুধবার (২২ জানুয়ারি) এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক।

আদেশের বিষয়টি জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আদালতে সাংবাদিক দম্পতির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মামুন মাহবুব।

গত ২০ জানুয়ারি এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্র পক্ষ।

২১ আগস্ট সকালে আলোচিত সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ সময় সঙ্গে তাদের কন্যাও ছিল বলে জানা গেছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, তাদের ইমিগ্রেশন সম্পন্ন করেছিলাম, কিন্তু মামলার আসামি হওয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের হেফাজতে দিয়েছি।

জানা গেছে, তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।

এর আগে, গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচনায় সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি
ফারজানার ফিফটি, ছুটছে টাইগ্রেসরা
যেভাবে আসিফ আকবরের গানে মডেল হলেন সেই ‘ভাইরাল’ কন্যা সিঁথি