হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না: প্রধান উপদেষ্টা

আরটিভি নিউজ 

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:২৩ পিএম


শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না: প্রধান উপদেষ্টা 
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকার ও এর সঙ্গে সংশ্লিষ্টদের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। তাদেরকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন. শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে চিঠি দিয়েছি। তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এছাড়াও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও তার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে।

ড. ইউনূস বলেন, জাতিসংঘের এই প্রতিবেদন আমাদের জন্য একটি প্রমাণ। শেখ হাসিনা ও তার আমলের সব অপরাধের তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ইতোমধ্যে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি। এটি অব্যাহত থাকবে। শেখ হাসিনাকে আমরা আইনের আওতায় আনবো। আর এটা হতেই হবে।

বিজ্ঞাপন

এদিকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুইদিনের সফর শেষে দেশে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আমিরাত ছাড়ার আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফলাসি। 

প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

আরটিভি/এসএইচএম/এআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission