ঢাকা

তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয় হবে এক সপ্তাহের মধ্যে: ধর্ম উপদেষ্টা

আরটিভি নিউজ 

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৮:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

ধর্ম উপদেষ্টা বলেন, রমজান এলেই আমাদের দেশে পণ্যের দাম বাড়ে। এটা একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা দেখবেন মালয়েশিয়া-সৌদি আরবসহ বিভিন্ন দেশে রমজানে পণ্যের ওপর ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়। অথচ, আমাদের দেশে উল্টো।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবারের রমজানে সচেতন রয়েছে সরকার, যাতে করে নিত্যপণ্যের দাম না বাড়ে। সেজন্য বেশকিছু পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলসহ সংশ্লিষ্ট পণ্যের দামও সহনীয় হবে। ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান আপনারা নিত্যপণ্যের দাম সহনীয় রাখুন।

আরটিভি/এসএইচএম-টি

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |