ঢাকা

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০২:৫৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে জনতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মোগড়া ইউনিয়নের সেনারবাদী এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় লোকজন।  পরে স্থানীয়রা আখাউড়া থানায় খবর দিলে বেলা ১২টার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আটক কিশোর গ্যাং সদস্য আখাউড়া পৌরসভার কলেজ পাড়ার মো. মনির সরকারের ছেলে জিসান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী এলাকায় এ ছেলেকে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের সদস্য জিসানকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।  এ সময় সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য জিসানকে আটক করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর গ্যাং সদস্য জিসানকে আটক করা হয়।  এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। 

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |