ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি বলেন, গত ৩ এপ্রিল ভারতের লোকসভায় পাসকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত।
‘এই আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে। বিল অনুযায়ী, ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে মুসলিম নয় এমন দুজন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যা ওয়াকফের ধর্মীয় স্বাতন্ত্র্যকে নস্যাৎ করার শামিল। আমরা এ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে ভারতের মুসলিমদের সকল অধিকার সুরক্ষিত রাখা এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আবেদন জানানো হয়।
একইসঙ্গে মুসলিম স্বার্থবিরোধী এই বির্তকিত আইন বাতিল করে মুসলিম সম্প্রদায়ের অধিকার সংরক্ষণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
এদিকে, শিবির ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং জাতীয় বিপ্লবী পরিষদ বিতর্কিত এই বিল পাসে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
আরটিভি/আরএ