ঢাকা

ঘুষসহ ঢাকা ওয়াসার কর্মচারীকে আটক করেছে দুদক

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ , ০৯:৫৬ পিএম


loading/img

ঢাকা ওয়াসার (জোন-৯) উত্তরা প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে দুই লাখ টাকা ঘুষসহ হাতনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে উত্তরা দক্ষিণ খানের ৬ নম্বর সেক্টরে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকার গ্রহণকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, ওয়াসার এক গ্রাহকের বকেয়া বিল মওকুফ ও নিয়মিত করতে জাহিদুর রহমান ঘুষ দাবি করলে তিনি দুদকে অভিযোগ করেন। তার অভিযোগ আমলে নিয়ে কমিশন থেকে বিশেষ টিম গঠন করে আজ এই ফাঁদ পাতা হয়। গোল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজারের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেছিলেন জাহিদুর রহমান। দুদকের ফাঁদে পা দিয়ে জাহিদুর রহমান ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে সংস্থাটির বিশেষ দলের সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |