গাজীপুরের শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব মোছলেম উদ্দিনের (৬৫) বিরুদ্ধে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি প্রকাশ হলে স্থানীয়রা মোছলেম উদ্দিনের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মোছলেম উদ্দিন শ্রীপুরের বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত তাহের আলী ওরফে তাহুর ছেলে। ভিকটিম শিশু সম্পর্কে বৃদ্ধের পুতি (নাতিনের ঘরের মেয়ে)।
ভিকটিম তার নানা বাড়িতে থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। ঘটনার পর থেকে পাশেই তার বাবার বাড়ি রয়েছে।
ভুক্তভোগীর নানি মনোয়ারা বেগম জানান, বুধবার দুপুরে মোছলেম উদ্দিন পানির বালতি ধরার কথা বলে তার নাতিকে খড়ের পুঞ্জির আড়ালে নিয়ে যায়। এ সময় দূর থেকে বাড়ির এক ছেলে দেখে ফেললে মোসলেম উদ্দিন পানির বালতি নিয়ে চলে যায়। তারপর আমার নাতি বাড়িতে এসে হাঁপাতে থাকে এবং আমার কাছে ঘটনা খুলে বলে। আগে পরেও মোসলেম আমার নাতির সঙ্গে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করত। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন মোছলেমের বাড়িতে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মোছলেমের স্ত্রী জাহানারা বলেন, দুপুরের ওই শিশুকে বাড়ির পেছনে গরুর পানি খাওয়ার বালতি ধরতে বলে। আমি বাড়িতেই ছিলাম। কিন্তু কখন কি হয়েছে তা আমি জানি না। সন্ধ্যার পরে স্থানীয় লোকজন মিছিল নিয়ে আমার বাড়িতে এসে ভাঙচুর করে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
প্রতিবেশী সুলতান উদ্দিন, মোহাম্মদ পিয়াস, রহিমা, শেফালী এবং নুরজাহান বলেন, মোসলেম উদ্দিনকে এলাকায় ভালো মানুষ হিসেবেই জানে সবাই। আগে পরে তার এরকম কোন ঘটনা আমরা শুনি নাই। সে এলাকা থেকে বাড়ি বাড়ি গিয়ে বস্তা ক্রয় করতো।
শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতা শিশু ধর্ষণচেষ্টাকারী মোছলেম উদ্দিনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা বৃদ্ধকে পুলিশে সোপর্দ করে। শুনেছি বৃদ্ধকে মারধরও করেছে স্থানীয় উত্তেজিত জনতা। আহত মোসলেম উদ্দিনকে পুলিশ প্রহরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রাখা হয়েছে। ভিকটিম শিশু তার বাবার বাড়িতে রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাঈদা ইমরোজ ইমা জানান, বুধবার রাত ১১টার দিকে মোসলেম উদ্দিনকে শ্রীপুর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, শিশু ধর্ষণচেষ্টার একটি অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএ/এস