ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এমপি লিটনের বোনের গাড়িতে হামলায় মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৮:৪০ এএম


এমপি লিটনের বোনের গাড়িতে হামলায় মামলা

দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজ বারীর গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।  

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে আফরোজ বারীর মেয়ে আবদুল্লাহ নাহিদ নিগার বাদী হয়ে ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম ছামুকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রক্রিয়া শেষে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার পৌর শহীদ মিনারের পাশে মিছিল থেকে এমপি লিটনের বড় বোন আফরোজ বারীর গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |