রাজধানীর খিলগাঁও এবং মুগদা এলাকা হতে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতী শাখার শীর্ষস্থানীয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, রমিজ উদ্দিন (৩৪) ও শায়খ আরিফুল (৪১)।
শনিবার রাতে রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
মিজানুর রহমান জানান, শনিবার রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে খিলগাঁও থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মুগদা এলাকার একটি বাসা থেকে রমিজকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি শাখার শীর্ষ স্থানীয় সদস্য।
এমসি/এমকে