ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বোনকে হত্যার অভিযোগে ভাইকে থানায় সোপর্দ করল পরিবার 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ০৯:৫৩ এএম


loading/img
আহত বড় ভাই মো. বাবুল। ছবি: সংগৃহীত।

রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের বিরুদ্ধে ছোট বোনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভাই আবদুস সালামকে থানায় সোপর্দ করেছেন পরিবারের সদস্যরা। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুমি আক্তার। তিনি ভাইদের সঙ্গে খিলগাঁওয়ে পৈতৃক বাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বোনকে বাঁচাতে গিয়ে বড় ভাই মো. বাবুল আহত হয়েছেন বলে জানিয়েছে তার স্বজনরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাবুল বলেন, তাদের ছোট ভাই আবদুস সালাম মাদকাসক্ত। তিনি ঠিকমতো কাজকর্ম করেন না। স্ত্রীকে মারধর করেন। বিকেলে এ নিয়ে তাকে বকা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে কাঁচি নিয়ে বাবুলের পিঠে ও ঘাড়ে আঘাত করেন। এ সময় ছোট বোন রুমি বাবুলকে রক্ষা করতে গেলে তাকেও কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করেন সালাম।

রুমিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, পৈতৃক জমিজমা নিয়ে বিরোধের জেরে সালাম তার ভাই ও বোনের ওপর হামলা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |