ঢাকা

সাহেদকে র‍্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে (ভিডিও)

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২০ , ০৭:২১ এএম


loading/img
সাহেদকে র‍্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে 

র‍্যাব এর হাতে গ্রেপ্তার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ঢাকায় আনা হচ্ছে। র‍্যাবের অভিযান টিমের সঙ্গে হেলিকপ্টার যোগে তাকে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হবে।

বিজ্ঞাপন

র‌্যাব এর লিগেল অ্যান্ড মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে মো. সাহেদ করিমকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা ক্যান্টনমেন্টের তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছতে পারে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেয়া হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) ভোরে র‌্যাব এর বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালে করোনা টেস্ট প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে। সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |