সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৯ ফেব্রুয়ারি) দেওয়া এক শোক বাণীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোক বাণীতে ডা. শফিকুর রহমান বলেন, বিচারপতি মুহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুঁড়ির সভাপতিসহ অনেক জনহিতকর দায়িত্ব পালন করছিলেন।
তিনি আরও বলেন, আইন ও আদালত অঙ্গনে তার দীর্ঘ আইনগত পেশা জীবনে তিনি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন- তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আবদুর রউফ প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ১৯৯১ সালে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছিলেন। যে নির্বাচন দেশ-বিদেশে সকলের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছিল। তার নিরপেক্ষতা, সততা ও যোগ্যতা ছিলো প্রশ্নাতীত।
এর আগে, রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুর রউফ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।
আরটিভি/আরএ