রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের ইফতার, মেন্যুতে যা ছিল

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৭:৩৭ পিএম


রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের ইফতার, মেন্যুতে যা ছিল
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় তারা এ ইফতার করেন। 

1850

বিজ্ঞাপন

জানা গেছে, ইফতারের মেন্যুতে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, শরবতসহ বিভিন্ন ধরনের খাবার ছিল। আর এই খাবারের তালিকা থেকে স্পষ্ট হয় যে, এই আয়োজনে সাধারণ মানুষ এবং অতিথিদের জন্য সহজ, স্থানীয় ও পরিচিত ইফতার পরিবেশন করা হয়।

21-2503141230

এর আগে, আজ দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন, বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 

বিজ্ঞাপন

rohi

তার আগে, দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান।

সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission