আমরা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও কাঠগড়ায় তুলি না জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা জানি এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হবো।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছয় মাস পর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এক কঠিন সময়ে এসে উপনীত হয়েছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি। জিনিসের দাম কমাতে পারেন নাই। ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ যদি রাস্তায় নামে এবং কোনো একটি রাজনৈতিক দল যদি তা সমর্থন করে হরতাল ডাকে সরকারি কি সামলাতে পারবে, পুলিশ নামবে? এরকম সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালানো যায় না। তবে, এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হবো।
সরকারের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন, এখনও সময় আছে। পুতুপুতু করলে কিছু করতে পারবেন না। এখন ডিসাইসিভ রোল প্লে করতে হবে। সম্প্রতি একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে।
তিনি আরও বলেন, কেউ উসকানি দিলে আপনি যদি উসকান, এটা যদি প্রতি তিনমাস পরপর ঘটে তাহলে আগামী তিন বছরেও ভোট করতে পারবেন না। ভোট করতে একটা পরিবেশ লাগবে।
লড়াই করে, রক্ত দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, তা বুদ্ধি-স্থিরতা দিয়ে রক্ষা করতে হবে বলেও জানান নাগরিক ঐক্যের সভাপতি।
আরটিভি/আরএ-টি