ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ঢামেকে নরমাল ডেলিভারিতে পাঁচ সন্তানের জন্ম

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ , ০২:৪৮ পিএম


loading/img
ঢামেকে পাঁচ সন্তানের জন্ম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে এক ছেলে ও চার মেয়ে শিশু। হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় এনআইসিইউতে রাখা হয়েছে তাদের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন ওই নারী।

বিষয়টি নিশ্চিত করে লেবার ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি গণমাধ্যমকে জানান, একটি বাচ্চার হাত বের হওয়া অবস্থায় ওই নারী আজ সকালে লেবার ওয়ার্ডে ভর্তি ভর্তি হয়। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তান প্রসব করেন তিনি। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে শিশু রয়েছে।

তিনি জানান, মায়ের অবস্থা ভালো থাকলেও পাঁচ নবজাতকদের বর্তমানে এনআইসিইউতে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |