রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, যাত্রীদের স্বস্তি

আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুলাই ২০২৪ , ০৩:৩৪ পিএম


রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, যাত্রীদের স্বস্তি
ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছেড়ে গেছে যাত্রীবাহী পরিবহনগুলো। তবে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুলাই) সকালে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চল অভিমুখে বাসগুলো ছেড়ে যাচ্ছে।

এ ছাড়া সীমিত যাত্রী নিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কাজে এসে কারফিউতে আটকাপড়ে ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। পরিবহন সংশ্লিষ্টরা জানান, কারফিউ শিথিল হওয়ায় সকাল ৯টা থেকে বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে।

গাড়ি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন চালক ও সহকারীরা। তারা বলছেন, গত কয়েক দিনে বাস চলাচল বন্ধ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আয়ের সুযোগ পাচ্ছেন তারা।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২০০ জনের মতো নিহত ও অসংখ্য আহতের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। বেসামরিক প্রশাসনকে এখনও সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। প্রথম দিন দুই ঘণ্টা শিথিল করা হয় কারফিউ। পরদিন তিন ঘণ্টা শিথিল ছিল। তবে জেলাভেদে এই বিরতি কমবেশি হয়েছে।

সরকারি-বেসরকারি অফিস আজ থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও খুলেছে। সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট। দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission