• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সাবেক এমপিপুত্রের শ্বশুরবাড়িতে মিলল কোটি টাকা ও দামি গাড়ি, গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৯
সাবেক এমপিপুত্রের শশুরবাড়িতে মিলল কোটি টাকা-বিদেশি মুদ্রা ও দামি গাড়ি, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় কটি ল্যান্ড ক্রুইজার, একটি হ্যারিয়ারও জব্দ করেছে তারা। যে বাড়িটিতে অভিযান পরিচালিত হয়েছে, সেটি সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে এসব টাকা বৈদেশিক মুদ্রা ও বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। এ সময় শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তারও করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দাবি, জব্দ সম্পদগুলো সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্য ছিল উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র ও গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। বিদেশি মুদ্রাগুলোর মধ্যে ছিল ৬৫টি ১০০ ইউএস ডলারের নোট, ৪টি ২০ ইউএস ডলারের নোট, একটি ৫ ইউস ডলারের নোট, একটি এক ইউএস ডলারের নোট, ৪১টি ১০০০ থাইবাথ নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ খাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ২০টি ৫০০ দেরহামের নোট, একটি ১০০ দেরহামের নোট, একটি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দেরহামের নোট, ২টি ৫ দেরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, একটি ২ সিঙ্গপুর ডলারের নোট, একটি ১০০ রিয়ালের নোট, দুটি ৫০ রিয়ালের নোট, দুটি ১০ রিয়ালের নোট, তিনটি ৫ রিয়ালের নোট, একটি এক রিয়ালের নোট, একটি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, একটি ২০০ রুপির নোট, ৫টি ১০০ রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট ও ৬টি ১০ রুপির নোট। এছাড়া তিনটি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেটও উদ্ধার হয়েছে যেগুলোর সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে ‘POLICE’ লেখা। পাশাপাশি জব্দ করা হয়েছে দুটি বিলাসবহুল গাড়ি।

দাবি করা হচ্ছে, উদ্ধারকৃত বুলেটপ্রুফ জ্যাকেট তিনটি ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিম এবং গ্রেপ্তাররা ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ব্যবহার করেছেন।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনা এই দেশ থেকে টাকা-পয়সা ব্যাংক লুট করে নিয়ে গেছে: দুদু
বরগুনায় হজ কাফেলা এজেন্সির বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ
অস্তিত্বহীন ১৬ কোম্পানির নামে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো