• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন পেট্রোবাংলায় চাকরিপ্রত্যাশীরা

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৫
চাকরিপ্রত্যাশীরা
ছবি: সংগৃহীত

মৌখিক পরীক্ষার দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান নেওয়া চাকরিপ্রত্যাশীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করছেন।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে আন্দোলন প্রত্যাহার করেন চাকরিপ্রত্যাশীরা।

আন্দোলনকারীরা জানান, সমস্যা সমাধানে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। আশ্বাস অনুযায়ী কাজ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তারা।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে ডেকে আলোচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এরপর তারা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

এর আগে, বেলা ১১টার দিকে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তুলে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এতে পেট্রোবাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারীরা তখন জানান, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে।

তাই তাদের দাবি হলো, দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌখিক পরীক্ষা স্থগিত, অবরুদ্ধ পেট্রোবাংলা
সামিটের সঙ্গে নতুন এলএনজি টার্মিনাল চুক্তি বাতিল করল সরকার
পেট্রোবাংলার অফিস ভাঙচুর: সাময়িক বরখাস্ত চার কর্মকর্তাসহ ৫ জন
ভাঙচুরকারীদের কঠোর হুঁশিয়ারি পেট্রোবাংলার