• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

২৬ জানুয়ারি শুরু পেট্রোবাংলার মৌখিক পরীক্ষা

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০০
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে পেট্রোবাংলার অধীন কোম্পানিগুলোতে কেন্দ্রীয়ভাবে কর্মী নিয়োগের লক্ষে অনুষ্ঠিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা। প্রতিদিন কারওরান বাজারের প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

পদগুলো হলো—

সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী কর্মকর্তা (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) ও সহকারী ব্যবস্থাপক (আইন)। এসব পদে উত্তীর্ণ হয়েছেন ৭৮২ জন প্রার্থী।

পেট্রোবাংলার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদন ফরমে সংশ্লিষ্ট প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র/সার্টিফিকেটের মূল কপি মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী সংশ্লিষ্ট বোর্ড/কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এই পরীক্ষা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ হলো মেডিকেলের ভর্তি পরীক্ষা
মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু
এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
এমবিবিএস ভর্তি পরীক্ষা, সড়ক ব্যবহারে যেসব নির্দেশনা ডিএমপির