বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি

আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৬ এএম


বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি
ফাইল ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ছুটিতে থাকা পুলিশ সদস্য রুহুল আমিন (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ রুহুল আমিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আদার মানিক গ্রামের মো. আবুল হকের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। 

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ পুলিশ সদস্য রুহুল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন, আমার স্বামী মেডিকেল লিভে বাড়িতে এসেছিলেন। কথা ছিল জানুয়ারির ৫ তারিখে তিনি কর্মস্থলে যোগ দেবেন। এর মধ্যে গত রাত সাড়ে ১১টার দিকে অটোস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার বাম হাতে দুটি ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমার একটি মাত্র মেয়ে। আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। কারণ, চিকিৎসক বলেছে, তার অবস্থা আশঙ্কাজনক। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, গতরাতে মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিষয়টি আমরা গজারিয়া থানা পুলিশকে জানিয়েছি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission