ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ০১:৫৬ এএম


ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত
ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এখন হাসপাতালটির জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে দুর্বৃত্তরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মকবুল হোসাইনসহ ঢাকা উত্তর সিটির আরও তিনজন কর্মকর্তা ৯০ নম্বর রোডে রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে অস্থায়ীভাবে করা ব্যাডমিন্টন কোর্টে খেলছিলেন। তখন হেলমেট পরা একজন সেখানে গিয়ে মকবুল হোসেনকে ডেকে নেন। ওই লোকটি মকবুল হোসেনের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে কার্যালয়ের বাইরে রাস্তার দিকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর মকবুল হোসাইন আহত অবস্থায় সবাইকে ডাকাডাকি করলে অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম বলেন, খেলায় তিনি আমার সঙ্গী ছিলেন। সাড়ে আটটার দিকে অপরিচিত একজন তাকে মকবুল ভাই বলে ডেকে কোর্টের বাইরে রাস্তার দিকে নিয়ে যায়। বলে, ৩০ সেকেন্ড কথা আছে। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মকবুল দৌড়ে ফেরত আসেন। তখন তার শার্ট ছেঁড়া এবং শরীর রক্তাক্ত ছিল।

হাসপাতালে চিকিৎসার প্রসঙ্গে শাহীদুল ইসলাম বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত রক্ত বন্ধ করার জন্য ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কোথাও বড় জখম আছে কি না, রক্তনালি কেটেছে কি না এসব জানতে আগামীকাল বুধবার সকালে তার অস্ত্রোপচার করা হবে। তার ডান কাঁধের নিচে, ডান হাতে কনুইয়ের নিচে এবং বুকে তিন জায়গায় ছুরির আঘাত রয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটির সচিব (প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তাকে থানায় গিয়ে আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission