মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত 

আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০৯:০৫ পিএম


মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত 
ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকায় ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গুলশান থানা সূত্রে পুলিশ জানা যায়, যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে গত ১১ জানুয়ারি একদল ডাকাত গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়নাসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী বেশ কয়েক দিন ধরে একাধিকবার গুলশান থানায় যান। কিন্তু তিনি মামলা দায়ের করতে পারেননি। অবশেষে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে ওসি তৌহিদকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে সাময়িক বরখাস্ত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম নজরুল ইসলাম বলেন, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission