• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক

আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪
সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক
সংগৃহীত ছবি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আশ্বাসে রাজধানীর বনানী এলাকার সড়ক থেকে সরে গেছেন সিএনজিচালকরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে সড়ক ছেড়ে চলে যান তারা।

এর আগে, ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবিতে বিআরটিএ’র সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে অবরোধ করেন সিএনজিচালকরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার জানান, সিএনজিচালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে বিআরটিএ’র আশ্বাসে তারা সড়ক অবরোধ ছেড়ে দেন।

সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদের দাবিগুলো হলো-

১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে।

২. ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশাচালকদের নামে অনুমোদন দিতে হবে।

৩. সিএনজি অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৪. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

৫. প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে।

৬. পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে।

৭. লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে।

৮. সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিকস্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাগ ফেলে যান ব্রিটিশ নাগরিক, অতঃপর...
রাজধানীতে সড়কে শুয়ে সিএনজিচালকদের অবরোধ 
ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১