রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ থেকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় পলিশ সদরদপ্তর অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুর থানার সামনে এ ঘোষণা দেন স্থানীয়রা। এর আগে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি মোহাম্মদপুরে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ নানার অপরাধ বেড়ে গেলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ঘুম ভাঙেনি। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ফলে ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/কেএইচ