ডিএনসিসির অভিযানে গাবতলীতে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০১:১৯ পিএম


ডিএনসিসির অভিযানে গাবতলীতে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে এ অভিযান শুরু হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ৫০ একর জায়গা বৈধভাবে ভাড়া নেওয়ার এখনও সুযোগ রয়েছে। কিন্তু সে জায়গা প্লটভিত্তিক বণ্টন করা হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সাত দিনের সময় বেঁধে দিয়ে আজকের মতো অভিযান শেষ করেছে ডিএনসিসি।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ গণমাধ্যমকে বলেন, খেলার মাঠের জন্য ৩০ একর জায়গা উচ্ছেদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে স্থানীয়রা যদি বৈধভাবে থাকতে চান, তাহলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্ধারিত ভাড়া দিতে হবে।

প্রসঙ্গত, রাজধানীর গাবতলী বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়ত ঘরসহ আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযান আজ (৫ মার্চ) পরিচালনা করা হবে বলে গতকাল (৪ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission