ঢাকা

জেনেভা ক্যাম্পে হত্যার ঘটনায় শেখর গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০৩:২৪ পিএম


loading/img
গ্রেপ্তার হওয়া শেখর

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কলিম জাম্বুর অন্যতম সহযোগী শেখরকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ক্যাম্পের আলোচিত সারজান হত্যা মামলার আসামি। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর আসাদগেট এলাকা থেকে শেখরকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৬ অক্টোবর মাদক বিক্রয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণে পথচারী সারজানসহ আট থেকে ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা সারজানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় নিহত সারজানের বাবা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।  মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

শেখরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান খান আসিফ তপু।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |