ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

মোহাম্মদপুরে চাঁদা চাইতে গিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৬:২৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর অভিযানে ফারুক (৪৫) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বসিলা হাউজিং এলাকায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বসিলা হাউজিং এলাকায় ফারুক তার দলবল নিয়ে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে ফোন করে জানায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরার চেষ্টা করে। এ সময় চাঁদাবাজরা পালানোর চেষ্টা করলেও ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে সে ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসীর কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল। বসিলা এলাকায় কোনও ব্যবসা-বাণিজ্য, ফ্ল্যাট ও জমি কেনাবেচা বা দোকান ভাড়া নিতে হলেও তাকে চাঁদা দিতে হতো। কেউ চাঁদা না দিলে তিনি হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হতেন। 

সেনাবাহিনী সূত্র জানায়, চাঁদাবাজ চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া, এই চক্রের পেছনে কোনও গডফাদার জড়িত আছে কিনা, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সেনাবাহিনীর ওই সূত্রটি জানায়। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |