রাজধানীতে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ (২৮) নামে আরও একজন। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
বুধবার (৯ এপ্রিল) রাতে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে নাদিম (৩৫) ও মাসুদ (২৯) নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সোহাগের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, কামরাঙ্গীরচরে সিলেটি বাজার এলাকায় তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং হাসপাতালে দুজনকে নিলে সেখানে একজন মারা যায়।
নিহতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়ে ওসি আমিরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে মামলার বাদীকে হুমকি-ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা তাদের তিনজনকে ধরে গণপিটুনি দেয়।
আরটিভি/কেএইচ