ঢাকা

শেওড়াপাড়ায় দুই বোন হত্যার রহস্য উদঘাটন

আরটিভি নিউজ 

সোমবার, ১২ মে ২০২৫ , ০৩:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় বাসার সিসি ক্যামেরায় ধরা পড়া অজ্ঞাত এক ব্যক্তিকে খুঁজছিল পুলিশ। ওই ব্যক্তির মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরা ছিল। অবশেষে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। একইসঙ্গে হত্যার রহস্যও উদঘাটন করতে সক্ষম হয়েছেন তারা। 

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শেওড়াপাড়ায় জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে ডিবি। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিকেল ৪টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করবেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

বিজ্ঞাপন

গত শুক্রবার (৯ মে) রাতে মিরপুর মডেল থানার আওতাধীন পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকা থেকে মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমের (৫২) মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

দুই বোন খুনের রহস্য উদঘাটনে পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এতে দেখা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি ওই বাড়ির দোতলায় ওঠেন। তার মুখে সার্জিক্যাল মাস্ক এবং মাথায় ছিল কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান।
 
হত্যাকাণ্ডের পরদিন শনিবার (১০ মে) নিহত বিআইডব্লিউটিএ’র সাবেক কর্মকর্তা মরিয়ম বেগমের স্বামী বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন
Advertisement

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |