ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাদ থেকে পড়ে নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু, কাছেই ছিলেন বাবা

আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৫:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি।

রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থাটাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

ধ্রুব গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের বানি দ্রুত দাসের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। বর্তমানে গোপীবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

বিজ্ঞাপন

নটরডেম কলেজের শিক্ষার্থী নাফিজ মাদাদ রহমান বলেন, আমরা হঠাৎ একটা শব্দ শুনে বাইরে যাই। গিয়ে দেখি, ধ্রুব নিচে পড়ে আছে এবং তার শরীরে রক্ত। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করি।

নিহতের বাবা বানি দ্রুত দাস বলেন, আমি কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলাম। ছেলেকে ফোন দিলে সে বলে, ‘বাবা ৫-১০ মিনিট লাগবে বের হতে।’ কিছুক্ষণ পর গেট খুলে দিলে অনেক ছেলে দৌড়ে আসছে। এরপর দেখি আমার ছেলেকে তারা রক্তাক্ত অবস্থায় নিয়ে আসছে।

তিনি জানান, প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে বিকেল সোয়া ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
Advertisement

তিনি আরও বলেন, কীভাবে কী হলো আমি কিছুই জানি না। আমার ছেলের কোনো শত্রু ছিল না। হয়তো অসাবধানতাবশত ভবনের বারান্দা থেকে পড়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |