শরীর ঝলসে বস্তায় ভরে শিশু রোজার লাশ ফেলা হয় ময়লার স্তূপে

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৪:০৬ পিএম


শরীর ঝলসে, বস্তাবন্দি করে শিশু রোজার লাশ ফেলা হয় ময়লার স্তূপ
শিশু রোজা মনি। ফাইল ছবি

খেলতে গিয়ে রাজধানীর তেজকুনি পাড়া থেকে সোমবার নিখোঁজ হয় শিশু রোজা মনি (৫)। পরিবারের সদস্যরা পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেও তার দেখা পায়নি। পরে বাধ্য হয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে রোজার মরদেহ। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ষষ্ঠ। পরিবারসহ রাজধানীর তেজকুনি পাড়ায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শিশু রোজার সারা শরীর ছিল ঝলসানো, গলায় ছিল রশি পেঁচানোর দাগ। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বস্তাবন্দি অবস্থায় ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুর থেকেই রোজা নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় রাতভর আলোচনা চলছিল। সকালে ময়লার স্তূপে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে সবাই চমকে ওঠে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বলেন, শিশুটির পুরো শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ফেলে রাখা হয়। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আসামিদের ধরতে কাজ করছে ডিবি ও র‌্যাব। 

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission