নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ০৮:৪৯ পিএম


নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ মে) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

কমিশনার বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, যা আইন ও বিধি দ্বারা পরিচালিত। দায়িত্ব পালনে পেশাদারত্বের পাশাপাশি নিষিদ্ধ দলের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দিক, পোশাক, ব্যবহার ও সেবায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে ঘিরে ছিনতাই, চাঁদাবাজি ও জাল নোট প্রতিরোধে পুলিশের সক্রিয় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, পশুর হাটে কোনোভাবে অপরাধ সংগঠিত হতে দেওয়া যাবে না।

অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি থানায় আলাদা টিম গঠন করে তদন্ত, মাদকবিরোধী অভিযান ও চোরাই মাল উদ্ধারে কার্যকর ভূমিকা রাখার কথাও বলেন ডিএমপি কমিশনার।

সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এপ্রিল মাসের সার্বিক অপরাধ চিত্র তুলে ধরেন, যার মধ্যে ডাকাতি, দস্যুতা, খুন, চুরি, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধের পরিসংখ্যান ছিল।

বিজ্ঞাপন

মাসিক অপরাধ সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার, ফারুক আহমেদ, এস এন মো. নজরুল ইসলাম, মো. মাসুদ করিম, হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও থানার ওসিরা।

 

আরটিভি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission