ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০৭:১৯ এএম


loading/img
আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আটককৃত ব্যক্তি ও ৪ বস্তা টাকা। ছবি সংগৃহীত  

রাজধানীর অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তারও করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) রাতে এই অভিযান চালানো হয়। তবে আটক হওয়া ব্যক্তি ইসাক আহম্মেদ জানান, তার ওষুধ ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামের এক ব্যক্তি ওই চার বস্তা টাকা রেখে যান। এ ছাড়া, তিনি কিছু জানেন না।

প্রসঙ্গত, রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। এর মধ্যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার ‘বুনিয়া সোহেল’ কে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকদিন পূর্বে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |