ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ঢাকায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০২:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকার বাড্ডা এলাকার একটি বাসা থেকে মৌমিতা আক্তার মৌ (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড্ডা থানা উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই বলেন, স্বামীর সঙ্গে কলহের জেরে ওই নারী নিজ কক্ষে কাঠের আঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে শান্তিবাগের বিএনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৌমিতা পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশূরী এলাকার সেলিম হাওলাদারের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডার ময়নারবাগ হোসেন মার্কেট এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |